ফতোয়া দেয়া আলেম হত্যার পরিকল্পনা নব্য জেএমবির

মুক্তবার্তা ডেস্ক:দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

রোববার গভীর রাতে নিউ মার্কেট এলাকা থেকে নব্য জেএমবির ছয় সদস্যকে আটক করে সিটিটিসি। আটককৃতরা হলেন, জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর (২৩), মেহেদী হাসান ঈমন ওরফে আবু হামজা (২১), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ, খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯)।

মনিরুল ইসলাম বলেন, যে সব আলেম জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসছেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন আলেমকে হত্যার পরিকল্পনা করেছিলেন নব্য জেএমবির একটি গ্রুপ। এ জন্য দুই সদস্য ওই আলেমের বাড়ি রেকি করে আসেন।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, আটকদের মধ্যে আদনান নিউ মার্কেট এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়াতেন। সে সুযোগে তারা ১০ থেকে ১১ জন সদস্য ওই মসজিদে বসে বৈঠক করতেন। উগ্রবাদবিরোধী আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনার অংশ হিসেবে একজন বিশিষ্ট ওলামার বাড়ি ইতোমধ্যে রেকি করেছিলেন জাহিদুল এবং আবু বকর।

জাহিদুল নব্য জেএমবির এই গ্রুপটির সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন এই রমজান মাসে বিশ্বব্যাপী মুরতাদদের হত্যার আহ্বান জানিয়েছে।

Related posts

Leave a Comment