ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছাল

মুক্তবার্তা ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ আসামির বিরুদ্ধেচার্জগঠনের শুনানি পিছিয়ে ৮ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক মহানগর ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছিল আহসান চৌধুরী এই তারিখ ধার্য করেন।

আসামি মির্জা ফখরুলের পক্ষে আপিল বিভাগে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকায় চার্জগঠনের শুনানি পিছিয়ে এই তারিখ ঠিক করেন আদালত।

২০১২ সালের ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করে পুলিশ।

২০১২ সালের ১৬ মে ফখরুলসহ ৩৩ আসামি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

Related posts

Leave a Comment