মুক্তবার্তা ডেস্ক:জালিয়াতি ও শুল্ক ফাঁকি দেয়া রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগে ‘প্রিন্স মুসা’ নামে পরিচিত মুসা বিন শমসেরসহ দুজনকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগে তাদের তলব করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
সংস্থাটি জানায়, আগামী ২০ এপ্রিল বেলা তিনটায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে প্রিন্স মুসাকে। তার সঙ্গে তলব করা হয়েছে ব্যবসায়ী ফারুকুজ্জামান চৌধুরীকে, যার নামে ভোলার বিআরটিএ অফিস থেকে ওই রেঞ্জ রোভার গাড়িটি নিবন্ধন (ভোলা ঘ ১১-০০৩৫) করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে নিবন্ধন করা গাড়িটি প্রিন্স মুসা ব্যবহার করছেন- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২১ মার্চ তার গুলশান-২ নম্বরের বাড়িতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। পরে ওই দিন বিকালে ধানমন্ডির একটি বাড়ি থেকে গাড়িটি লোকানো অবস্থায় উদ্ধার করা হয়।