প্রায় ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট

মুক্তবার্তা ডেস্ক:ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল আটটায়। কিন্তু লাইন? তো তো আগের সন্ধ্যার ব্যাপার। ভোর হতে হতে লাইন কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে নিচের সড়ক অব্দি শেষ হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাফী লাইনে দাঁড়িয়েছিলেন মঙ্গলবার রাত নয়টায়। টিকিট হাতে পেয়েছেন পরদিন সকাল ১০টায়। ১৩ ঘণ্টা দাঁড়িয়ে আর বসে মশার কামড় খেয়ে নির্ঘুম রাত পার করার পর তার প্রতিক্রিয়া এমন, ‘টিকিট পেয়ে ভীষণ হ্যাপি। অনেক ভালো লাগছে টিকিট পেয়ে, এখন নিশ্চিন্তে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা যাবে।’

Related posts

Leave a Comment