মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে আজ বুধবার পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে এক শিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্ন মোবাইল ফোনে সমাধান করছিলেন। এ সময় সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশে ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দু’জনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সিফাত জেসমিন নূর রাজধানীর একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। আর মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী।