প্রবীণদের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করা হলো

মুক্তবার্তা ডেস্ক:  দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, তাই প্রবীণদের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সিনিয়র সিটিজেন মেডিকেল রিসোর্ট ‘অবসর- আমার আনন্দ ভুবন এর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, যেহেতু আমাদের গড় আয়ু বেড়েছে। প্রবীণ হওয়ার বয়স ৬৫ বছরে নিয়ে যাওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।

 

Related posts

Leave a Comment