প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা মিষ্টি, সেমাই, পিঠা, আমে

মুক্তবার্তা ডেস্ক:সরকারি ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দরজা বলতে গেলে সাধারণের জন্য বন্ধই থাকে। কিন্তু ঈদের দিন বলে কথা। এদিন থাকে না কোনো বিধিনিষেধ। আমন্ত্রণ না জানালেও সবাই থাকে আমন্ত্রিত।

সকাল থেকেই গণভবনে ফটকের সামনে তৈরি হয় ভেতরে যাওয়ার লাইন। এক পর্যায়ে ফটক খুলে দেয়ার পর ভেতরে ঢুকে মানুষ।

ভেতরে সামিয়ানার মধ্যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাতে থাকেন। আর তার সামনে দিয়ে সারি বেঁধে হেঁটে শুভেচ্ছা জানাতে থাকে জনতা। এই কাতারে ধনী, গরিব, দলের নেতা-কর্মী সবাই এক। প্রধানমন্ত্রীও হাসিমুখে ও হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছার জানান দেন। মাইকেও তিনি মাঝেমধ্যে কথা বলেন।

ঈদে প্রধানমন্ত্রী এবার পরেছেন সাদার ওপর সুতার কাজ করা দৃষ্টিনন্দন একটি তাঁতের শাড়ি।

সাধারণের ভালবাসায় সিক্ত হতে প্রধানমন্ত্রীর এই আয়োজন থাকে দেড় ঘণ্টারও বেশি। এ সময় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং দুই নাতিও উপস্থিত ছিল মঞ্চে। পাশে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও।
গণভবনে আগত অতিথিদের আপ্যায়নে নানা ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা ছিল। যার যত খুশি খেয়ে রসনা বিলাস করেছেন। এসব খাবারের মধ্যে ঈদের সকালের প্রচলিত সেমাই, মিষ্টি, ফিরনির পাশাপাশি ছিল ভেজিটেবল রোল, চিকেন পেটিসও। জ্যৈষ্ঠ মাসের জনপ্রিয় ফল আমও বাদ পড়েনি প্রধানমন্ত্রীর আপ্যায়নে।

Related posts

Leave a Comment