প্রত্যেকেই রিলিফ পাবে: প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক: বন্যার্ত প্রতিটি মানুষের কাছেই ত্রাণ পৌঁছে যাবে আশ্বাস দিয়ে সরকারের প্রতি ভরসা রাখার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাট মেরামত, ঘরবাড়ি নির্মাণ, কৃষকদের নতুন করে ফসল ফলাতে সহায়তা দেয়ার ঘোষণাও ‍দিয়েছেন তিনি।

রবিবার বন্যা দুর্গত দিনাজপুর সদর ও বিরল উপজেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে জেলা জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন। এর আগে তিনি সেখানে ভাষণ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যা যা করা দরকার, তা করব।’

সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর প্রশাসন এবং ক্ষমতাসীন দল নানা প্রস্তুতি গ্রহণ করে। বন্যার্তরাও ত্রাণের আশায় ভিড় করে। হাজার হাজার মানুষ আসে প্রধানমন্ত্রীর জনসভায়।

জনসভায় আসা মানুষদেরকে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যা দেখার সাথে সাথে আমরা বিদেশ থেকে খাদ্য কেনা শুরু করেছি, যথেষ্ট মজুদ আমাদের আছে। আমার দেশের প্রত্যেকটা মানুষ, বন্যা কবলিত যেসমস্ত এলাকায় খাদ্যশস্য নষ্ট হয়েছে বা কোনো ক্ষতি হয়েছে, প্রতিটি মানুষ যাতে ক্ষুধার অন্ন পায়, ইনশাল্লাহ সে ব্যবস্থা আমরা করব এবং করে যাচ্ছি।’

আওয়ামী লীগের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকারই। গত আট বছরে এই মঙ্গার কথা শুনেনি কেউ।

Related posts

Leave a Comment