প্রতারণার অভিযোগে ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে থানায় জিডি

মুক্তবার্তা ডেস্ক:ছয়টি হজ এজেন্সির প্রতারণার শিকার হয়েছে প্রায় আড়াইশ হজযাত্রী। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি।

এদিকে দুই দিনের মধ্যে অপেক্ষমাণ সাত হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠাতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ বিমান।

ঝালকাঠির মোহাম্মদ জসিমসহ ২৩ জন এ বছর হজে যাওয়ার জন্য আল-বালাদ এজেন্সির কাছে এক বছর আগে টাকা দেয়। কিন্তু এখন লাপাত্তা ওই এজেন্সির লোকজন।

এরকম প্রতারণার শিকার আড়াইশ হজযাত্রী ও অভিযুক্ত ছয়টি হজ এজেন্সির তালিকা করেছে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি।

এর মধ্যে উল্লেখযোগ্য আল-সাফা এজেন্সির ৬০ জন ও নিবিড় হজ এজেন্সির ৪২ জন হজযাত্রী।

এসব অভিযুক্ত হজ এজেন্সির মালিকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি।

গুটিকয়েক হজ এজেন্সির দায় হজ এজেন্সি গুলোর সংগঠন হাব নেবে না বলে জানিয়েছেন মহাসচিব।

এদিকে আজ শনিবার বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৭৯১ জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, অপেক্ষমাণ ৭,৬৬১ জন হজযাত্রীকে আগামী দুদিনের মধ্যে সৌদি আরবে পাঠানোর জন্য অতিরিক ফ্লাইট চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান।

Related posts

Leave a Comment