প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে বিএনপি নেতা মিন্টু

মুক্তবার্তা ডেস্ক: ফাঁস হয়ে যাওয়া সবচেয়ে বড় কর কেলেঙ্কারি প্যারাডাইস পেপারসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং তার পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে।

এক সপ্তাহ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের লোকজনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনার এক সপ্তাহের মধ্যেই বিএনপি নেতার নাম প্রকাশ হয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের প্রায় ১৮০টি দেশের ধনাঢ্য ব্যবসায়ী, রাজনীতিবিদের নাম আছে প্যারাডাইস পেপারসে। নিজ দেশে কর ফাঁকি দেয়ার জন্য, কর দিতে হয়না বা দিলেও খুবই স্বল্প হারে দিতে হয় এমন দেশে (ট্যাক্স হ্যাভেন) নিজেদের অর্থ বিনিয়োগ করে রেখেছেন।

এই পেপারসে তাদের নাম এসেছে যারা নিজ দেশে যাঁরা কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেনে (কর দিতে হয় না কিংবা খুবই নিম্ন হারে কর দেওয়া যায় এমন দেশ) বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এতে গোপনে বিপুল পরিমাণ অর্থ করস্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে।

গত বছর একই ধরনের একটি তালিকা ফাঁস হয় যার নাম ছিল পানামা পেপারস কেলেঙ্কারি। এসব নথি প্রথমে জার্মান দৈনিক সুইডয়চে সাইটংয়ের হাতে আসে। পরে সেসব নথি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) হাতে তুলে দেয় তারা।

বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংঘটনের গোপন নথি এসব। যার মধ্যে ১ কোটি ৩৪ লাখ ডকুমেন্টস এখন তদন্ত করে দেখছে ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক। এসব নথি পেয়েছে বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন দেশের ১০০টি সংবাদমাধ্যম।

আরও আসছে…

Related posts

Leave a Comment