পোশাক নিয়ে বিপাকে সোনম

মুক্তবার্তা ডেস্ক:অনিলকন্যা সোনম কাপুর অনবদ্য অভিনয়শৈলীর মাধ্যমে নিজেকে বলিউডের সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। প্রতিটি ছবিতেই তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সহজ-সরল ও প্রাঞ্জল অভিনেত্রী হিসেবে সোনম ইতোমধ্যেই সুখ্যাতি লাভ করেছেন।

শুধু তাই নয়, বলিপড়ার ফ্যাশন আইকন তিনি। প্রায় সব অনুষ্ঠানে নিজের ফ্যাশন নিয়ে হাজির হতে দেখা যায় তাকে। যে কারণে তাকে দেয়া হয়েছে ‘ফ্যাশনিস্টা’র খেতাব।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোনম কাপুর। যেখানে তিনি তার পোশাকে এনেছিলেন নতুনত্বের ছোঁয়া। আর সে নতুনত্ব নিয়েই এবার বিপাকে পড়তে হয়েছিলো ‘খুবসুরত’খ্যাত এই তারকাকে।

অনুষ্ঠানে গিয়ে আলোচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছবির তোলার জন্য পোজ দিতে থাকেন সোনম। এ সময় ক্যামেরায় তার বুকের পাশ থেকে কিছু অংশ খোলাভাবে ধরা পড়ে।  সেসব ছবি নিয়ে এখন নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ দৃশ্য দেখে অনেকে অবাক হলেও খুব একটা বিচলিত নন সোনম। বিষয়টিকে স্বাভাবিক ভাবেই নিয়েছেন তিনি।
সোনম কাপুর (ছবি: সংগৃহীত)
এ প্রসঙ্গে সোনম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘যৌনতা নিয়ে আজেবাজে কথা বলা বন্ধ করুন। আলোকচিত্রীরা যে যার মতো ছবি তুলে চলে গিয়েছেন। তবে সত্যি বলতে আমি কাউকে অভিশাপ দেবো না। কারণ আমার শরীর নিয়ে আমি গর্বিত। এ ছাড়া ছবিগুলো দেখে ভালোই লেগেছে।’

Related posts

Leave a Comment