মুক্তবার্তা ডেস্ক:পোল্যান্ডের পশ্চিমাঞ্চলে একটি দোতলা ভবন ধসে দুই শিশুসহ ছয় জন প্রাণ হারিয়েছে। শনিবার গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। আজ দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
ধ্বংসস্তুপের ভেতর থেকে আহত অপর চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ভবনে ১৮ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ ব্লাসজাক সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় ধ্বংস্তুপের ভেতর আর কারো আটকা পড়ার সম্ভাবনা খুবই কম।’