মুক্তবার্তা ডেস্ক:মাছ, মুরগি ও পশু-পাখির খাবার তৈরিতে ট্যানারি শিল্পের বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্ট যে রায় দিয়েছিল, আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১১ সালের ২১ জুলাই হাইকোর্ট ট্যানারি বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাবার তৈরির কারখানা এক মাসের মধ্যে বন্ধের দিয়েছিল। পাশাপাশি এ কাজের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মৎস্য ও পশু খাদ্য আইনে ব্যবস্থা নিতে বলা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ ফিশ মিট ও অ্যানিমেল গ্লু প্রস্তুতকারক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার এই লিভ টু আপিলটি করেন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর আপিল বিভাগ তাদের ওই আবেদন খারিজ করে দেন। তবে খারিজ করা ওই আবেদন পুনরুজ্জীবিত করার জন্য আবারও আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার তা খারিজ করে দেয়া হয়। ফলে ট্যানারি বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাবার তৈরি বন্ধই রইল।