পেট্রলবোমায় হতাহতদের পরিবারকে ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক: বিএনপি-জামায়াতের পেট্রলবোমা হামলার শিকার হতাহতদের ছয়টি পরিবারকে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতাহতদের পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের নিহত মো. শামসুল হকের স্ত্রী মোসাম্মৎ শামসুন নাহার, কক্সবাজারের চকরিয়ার মো. ইউসুফের স্ত্রী ফরিদা বেগম, একই উপলোর মোহাম্মদ সাইদ আহমেদের স্ত্রী সালমা বেগম, রাশিদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, মো. রাশেদুল ইসলামের বাবা আব্দুল্লা আল ইউসুফ রাফি এবং মো. রশিদুল ইসলামের বাবা আব্দুল্লা আল সুয়াইম রাহাত।

Related posts

Leave a Comment