কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় টিউমার ভেবে যমজ সন্তানের একটিকে পেটে রেখে অপারেশন শেষ করার ঘটনায় সিভিল সার্জন, অভিযুক্ত হাসপাতাল লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এবং ডা. হোসনে আরা বেগমকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ৭ নভেম্বর তাদের তিনজনকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৬ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘যমজের একটিকে পেটে রেখে অপারেশন শেষ’ শিরনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন।
উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মা খাজিদার আরও একটি অপারেশন করে একটি মৃত বাচ্চা বের করেন চিকিৎসকরা।