মুক্তবার্তা ডেস্ক:রাজধানীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আলোচিত শামীম রেজা রুবেল হত্যা মামলায় তৎকালীন ডিবির সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনকে খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষ এবং হায়াতুলের আপিল আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ করে এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির। এসি আকরামের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও হায়াতুল ঠাকুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
পরে এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এসি আকরামকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন। হায়াতুল ঠাকুরের আপিলও খারিজ করে দিয়েছেন।