মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর বনানীতে হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এ কথা বলেন।
তিনি বলেন, আজ সকালে আমরা দুজনকে পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই তাদের ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
কৃষ্ণপদ রায় বলেন, মামলা তদন্ত করবে ভিকটিম সাপোর্ট সেন্টার। আমরা তাদের তদন্তে সহযোগিতা করবো।
এর আগে গতকাল রাতে সিলেটের জালালাবাদ থেকে গ্রেপ্তারের পর রাতেই মামলার অন্যতম দুই আসামি সাফাত ও সাকিফকে ঢাকায় আনে পুলিশ। আজ সকালে দুজনকে আনা হয় ডিবি কার্যালয়ে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নেয়া হবে।