‘পুরুষদের আনন্দ দেয়া শেখা উচিত নারীদের’

মুক্তবার্তা ডেস্ক:কয়েকদিন আগে টুইটারে একটি টুইট করে বিপাকে পড়ে যান রাম গোপাল ভার্মা। এর জন্য তিনি পরে ক্ষমাও চান। সেখানে তিনি লিখেছিলেন সানি লিওন যে ভাবে পুরুষদের আনন্দ দেয় প্রত্যেক মহিলার সে ভাবে পুরুষদের আনন্দ দেওয়া উচিত। নারী দিবসে এমন মন্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় উঠে। এবার তাকেই পরোক্ষভাবে সমর্থন করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্ত। তিনি মনে করেন, মহিলারা শুধুমাত্র রান্নাঘরে নিজেদের আটকে না রেখে কীভাবে পুরুষদের আনন্দ দিতে হয় সেটা শেখা উচিত।

রাখি সাংবাদিকদের বলেন, ‘রামগোপাল ভার্মা যা বলেছেন তা সম্পূর্ণ ঠিক। আমি ওর সঙ্গে রয়েছি। উনি তো শুধু সানি লিওনকে নিয়ে বলেছেন।আমি সব মহিলাকেই বলব।পুরুষদের কী ভাবে আনন্দ দিতে হয়, তা মহিলাদের শেখা উচিত।দরকারে ক্লাসও করতে হবে।’

রাখির মতে, এ দেশে মহিলারা সারা জীবন নিজেদের রান্নাঘরে সীমাবদ্ধ রাখেন, সন্তানদের সময় দেন।ফলে পুরুষরা ২০-৩০ বছরের মধ্যেই তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।তখন অন্য কোনও আকর্ষণীয় মহিলার প্রতি তারা মনোযোগী হয়ে পড়েন।রাখির এ সব বক্তব্য শুনে বলিউডের অনেকেই বলছেন, শিরোনামে থাকার জন্যই এ সব বলছেন রাখি।

Related posts

Leave a Comment