মুক্তবার্তা ডেস্ক:পুরান ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকায় নুরুন নাহার নুনী (২৫) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লালবাগ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নুর আলম পলাতক রয়েছে।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় শহিদনগরের একটি টিনসেড ঘর থেকে নুনীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী নুর আলম পেশায় একজন মাছ বিক্রেতা বলে জানিয়েছে নিহতের প্রতিবেশীরা। ঘটনার পর থেকে নুনীর স্বামী নুর আলম পলাতক রয়েছেন।
নিহত নুরুন নাহার নুনী দুই সন্তানের জননী ছিলেন। তিনি লালবাগের শহিদনগর চার নম্বর লেনের ২৭৩ নম্বর আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।