মুক্তবার্তা ডেস্ক: রাজধানীতে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। রোববার সকাল থেকে তিনটি স্পটে এ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
অভিযানের বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, গুলিস্তান গোলাপ শাহ মাজার ও খিদমাহ হাসপাতাল পয়েন্টসহ তিনটি পয়েন্টে অভিযান চলছে। ১৯ ডিসেম্বর পর্যন্ত মোটরযান আইন ১৯৮৩ অনুযায়ী মাসব্যাপী এ অভিযান চলবে।