পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

মুক্তবার্তা ডেস্ক:রাঙামাটির লংগদু উপজেলার টিনটিলায় পাহাড়িদের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় পর শুক্রবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা পাহাড়িদের বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে পাহাড়িরা। তবে কতটি ঘরে আগুন দেয়া হয়েছে তার সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লংগদু ইউপির সচিব মো. নাজমুল হোসেন জানান, পাহাড়িদের এলাকায় আগুন জ্বলছে দেখছি। পরিস্থিতি বেশ উত্তপ্ত।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চার মাইল এলাকায় লংগদু উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। এর প্রতিবাদে শুক্রবার সকালে যুবলীগের নেতাকর্মীরা টিনটিলায় নুরুল ইসলামের হত্যার প্রতিবাদে সমাবেশের প্রস্তুতি নেয়।

এর কিছুক্ষণ পরই পাহাড়িদের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়ে তা এখনো জানা যায়নি।

Related posts

Leave a Comment