মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। একজন নয় বছর ধরে প্রবাসে আছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, বলেছিলাম- খাই খাই ভালো না। কিন্তু বিএনপি এখন আমার বক্তব্য নিয়ে পলিটিক্স শুরু করে দিয়েছে।