মুক্তবার্তা ডেস্ক: পাবনায় ৩৩ ভরি স্বর্ণালংকারসহ সাত চোরকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শনিবার ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোরে জনৈক বজলু মিয়ার ছেলে সবুজকে (২২) আটকের পর জিজ্ঞাসাবাদ করে ঈশ্বরদী শহরের নুরমহল্লা বস্তিপাড়া থেকে শুকচাঁদ (২৭), আনারুল ইসলাম আনা (২৫), সাগর হোসেন (২২), ফতেহ মোহাম্মদপুর থেকে নুর মোহাম্মদ সাজ্জাদ (২১), শান হৃদয় (১৯), কাচারিপাড়া থেকে সুপ্ত সরকার (৩০) ও নুরবাজার কর্মকারপাড়া থেকে দুলাল কর্মকারকে (৫৩) আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ((ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ জুলাই সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের শালবাগানের পাশের বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুরো চক্রের সন্ধান পায় পুলিশ। সেই অনুযায়ী অভিযান চালিয়ে ওই চক্রটিকে আটক করা হয়।