মুক্তবার্তা ডেস্ক:স্থানীয় পর্যায়ে কোমল পানীয়র সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারনের দাবি জানিয়েছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, এক বোতল কোমল পানীয় উৎপাদনে বর্তমানে সর্বমোট ৪৩ দশমিক ৭৫ শতাংশ কর দিতে হচ্ছে বাংলাদেশি বোভারেজ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে পানীয় উৎপাদনে ৩৫ দশমিক ৩ শতাংশ, শ্রীলঙ্কায় ২৯ দশমিক ২ শতাংশ কর দিতে হয়।
এছাড়া পানীয় তৈরির কাঁচামালেও শুল্ককর প্রতিবছর বাড়ানো হচ্ছে। অতিরিক্ত এই করের বোঝার কারণে দেশীয় বাজারে পানীয়ের দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে বাজার কাঙ্ক্ষিত পর্যায়ে বিস্তার লাভ করছে না। পাশাপাশি বাংলাদেশি উৎপাদনকারীদের পানীয় রফতানিতে প্রতিযোগী সক্ষমতা গড়ে উঠছে না।
সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে বৃহৎ করদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার ও বেভারেজ ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাবনা দেয়া হয়। এতে বেভারেজ ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দীন, প্রাণ গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বক্তৃতা করেন।