মুক্তবার্তা ডেস্ক:বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির উদ্ধার অভিযান আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার ৯ ঘণ্টা পর শনিবার রাত ৯টায় সোনাখালী এলাকা থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে এ ঘটনায় সর্বমোট ১৮ জনের মরদেহ উদ্ধার হলো।
মোরেলগঞ্জের পল্লীমঙ্গল গ্রামের বাচ্চু মিয়ার ১০ মাসের ছেলে রাহাতের মরদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে উত্তর ফুলহাতা গ্রামের মহসিন হোসেন ছেলে হাসিব (৬)।