মুক্তবার্তা ডেস্ক: সিলেটের কানাইঘাটে পাথর তুলতে গিয়ে কোয়ারি ধসে তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও দুই শ্রমিক। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, উপজেলার মুলাধুল এলাকার একটি কোয়ারিতে পাথর তোলার সময় হঠাৎ ধস নামে। এতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান ওসি। তিনি জানান, এলাকাটি দুর্গম। নদীপথে যেতে প্রায় দুই আড়াই ঘণ্টা লাগে।
কানাইঘাটের এই এলাকাটিতে পাথর তুলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। এখানে পাথর তোলার ব্যাপারে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছু শ্রমিক লোভের বশবর্তী হয়ে সেখানে পাথর তুলতে যায়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।