মুক্তবার্তা ডেস্ক:প্রাথমিকে পাঠ্য বইয়ে যেসব ভুল হয়েছে তা পড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ভুলগুলোর বিষয়ে তাদের নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে। সেভাবেই কাজ করছেন শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভুল নিশ্চয়ই দুইশ বা পাঁচশ নয়। স্কুলে আমাদের যে নির্দেশনা দেয়া দরকার তা দিয়েছি। সে ভুল আমরা পড়াচ্ছি না।’
চলতি শিক্ষাবর্ষে বই বিতরণের পর পর পাঠ্যবইয়ে অসজ্র ভুল নিয়ে তোলপাড় হয়। ভুল ছাড়ও সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে প্রখ্যাত লেখকদের লেখা বাদ দেয়ার সমালোচনাও হয়।
মন্ত্রী বলেন, ‘সব বইতে পরিবর্তন করা এখনই দরকার নয়, যেটুকু জায়গায় সংশোধনী করানো দরকার তা করা হচ্ছে। ভুলভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য যা যা সংশোধনীর ব্যাপার আছে, এটা নিয়েও আমাদের কাজ চলছে।’