পাক-ভারত ম্যাচে আইএসআইয়ের নজর

মুক্তবার্তা ডেস্ক:লন্ডন হামলার কারণে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে। তারমধ্যেই সামনে হাজির নতুন তথ্য। বার্মিংহামে আজকের ম্যাচে নাকি নজর রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের।

কাশ্মীর পরিস্থিতিকে আরও তাতিয়ে তুলতে এজব্যাস্টন স্টেডিয়ামে হাজির থাকবেন ১৪ আইএসআই। তাদের হাতে শোভা পাবে বিভিন্ন প্ল্যাকার্ড।

ধারনা করা হচ্ছে সেসব প্ল্যাকার্ডে লেখা থাকবে ‘কাশ্মীরে রক্তপাত বন্ধ হোক।’ ‘আমরা কাশ্মীরের পাশে আছি।’ এই ধরনের বার্তা লেখা থাকতে পারে।

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চের পর আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সন্ত্রাস মোকাবিলায় ইসলামাবাদ উপযুক্ত পদক্ষেপ না নিলে দুই দেশের মধ্যে কোনো ক্রিকেট ম্যাচ হবে না বলে সম্প্রতি ঘোষণা করেছে মোদি সরকার। এমন উত্তেজনার মধ্যেই মাঠে গড়াবে পাক-ভারত ম্যাচ। সেই উত্তাপ আরও বাড়িয়ে দিতে পারে আইএসআইয়ের উপস্থিতি।

Related posts

Leave a Comment