পাকিস্তানে খাদেমের হাতে ২০ মুরিদ খুন

মুক্তবার্তা ডেস্ক:পাকিস্তানের সারগোধা শহরে এক মাজারের খাদেম ও তার সহযোগীদের হাতে তিন নারীসহ ২০ মুরিদ খুন হয়েছেন। রবিবার ভোররাতের এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ ও ডননিউজ।

সারগোধার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, ‘সুফি সাধক আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি ব্যবহার করে ওই মুরিদদের হত্যা করেছেন। আমি এটি বিশ্বাস করি, কারণ ওয়াহেদ গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।’

নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাট্টা জানান, সারগোধার জেলা হাসপাতালে হাজির হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকাণ্ডের খবর দেন। আহত হয়েও যে তিনজন ঘটনাস্থল থেকে পালাতে পেরেছেন তিনি তাদের একজন। তার দেওয়া তথ্যের সূত্রধরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওয়াহেদ ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। মাজারের আশপাশ থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

 

চাট্টা আরও জানিয়েছেন, প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন ওই ব্যক্তি লাহোরের বাসিন্দা এবং তিনি সরকারি কর্মচারী। মাজারের আশেপাশে থেকে কমপক্ষে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও ১৬ জন পুরুষ। পরে পুলিশ আরেকটি মরদেহ উদ্ধার করলে, নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

এদিকে চাট্টা সন্দেহভাজন অভিযুক্ত হত্যাকারীকে মানসিকভাবে অসুস্থ বললেও, এলাকাবাসী ডন নিউজের কথা অভিযোগ করেছেন, এমন কিছু নয়।

বেঁচে যাওয়া এক ব্যক্তি ডিসিকে জানান, প্রথমে ওই খাদেম টেলিফোন করে মুরিদদের ডেকে পাঠান এবং একজন একজন করে তার ঘরে আসতে বলেন। এরপর ওই খাদেম মাদকজাতীয় কিছু মিশিয়ে মুরিদদের খাইয়ে দেন এবং তাদের পোশাক খুলে ফেলেন। নগ্ন করে তাদের বেদম মারতে থাকেন বলে বেঁচে যাওয়া এক মুরিদ জানান।

Related posts

Leave a Comment