মুক্তবার্তা ডেস্ক: রাজবাড়ীর পাংশা থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নাজমুল ইসলাম (৩২) ও মাসুদুর রহমান (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পাংশার গুদিবাড়ী এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক নাজমুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া সদরের মমিন আলীর ছেলে মাসুদুর রহমান।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম এর সত্যতা নিশ্চিত করেছেন।