মুক্তবার্তা ডেস্ক:‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা ১৯৮২ সালের অধ্যাদেশ হিসেবে পরিচালিত হয়ে আসছিল। আদালতের নির্দেশনা থাকার কারণে এ পরিবর্তন। এ আইনের সামান্য পরিবর্তন ও আপডেট করা হয়েছে।’ এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এর খসড়ার অনুমোদনও দেয়া হয়েছে বলে জানান তিনি।
শফিউল আলম বলেন, ‘এটা মূল আইন ছিল ১৯৭৬ সালের। এ আইনে সামান্য পরিবর্তন আনা হয়েছে।’