পর্দায় ফিরতে মেদ ঝরাচ্ছেন অপু

মুক্তবার্তা ডেস্ক:পর্দায় ফিরে আসতে নিয়মিত জিমে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সন্তান জন্মদানের কারণে বেশ মুটিয়ে গিয়েছিলেন তিনি। তার ও শাকিব খানের সন্তান আব্রাহামের জন্ম হয় সিজারের মাধ্যমে। ফলে তিনি খুব বেশি পরিমাণ এক্সারসাইজ এখন চাইলেও করতে পারছেন না। তবে গত মাস থেকে তিনি জিমে নিয়মিত যাচ্ছেন। আর এই এক মাসে অপু চার-পাঁচ কিলোগ্রাম ওজনও কমিয়ে ফেলেছেন।

অপু বলেন, ‘আবার ২০১২ সালের মতো স্লিম হয়ে যাবো। আমি সিজারের পেশেন্ট, আমার সন্তান নরমাল ডেলেভারি হয়নি। তাই ডাক্তারের কথামতো বেশি পরিশ্রম করিনি এতদিন। এখন মাস খানেক ধরে জিম করছি। গত এক মাসে প্রায় চার পাঁচ কিলো ওয়েট লস করেছি। দুই মাসে আশা করি আমার ৮০ ভাগ মেদ কমিয়ে ফেলতে পারবো। এরপরই সিনেমায় নতুন করে ফিরে আসবো।’

Related posts

Leave a Comment