পরীমনি চাইলে শাকিবকে দিয়ে দেবেন অপু

মুক্তবার্তা ডেস্ক:বুবলির সঙ্গে শাকিবের ‘মাত্রাতিরিক্ত’ মেলামেশা’ নিয়ে ভীষণ অসন্তুষ্ট ছিলেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই তিনিই আবার স্বামীকে নিয়ে দিতে চান অন্য একজনকে। সেই নারী হলেন পরীমনি। অপু বলেছেন, পরীমনি চাইলে স্বামীকে দিয়ে দিতে ন্যূনতম আপত্তি নেই তার।

কারো স্বামীকে কেউ চাইলেই এভাবে কি দিয়ে দিতে পারেন? কিন্তু অপু তো নিজের মুখেই বললেন। এমনই ঘটনা ঘটেছিল বাংলাভিশনের এক অনুষ্ঠানে। শাহীদ সম্পদের প্রযোজনা এবং তানিয়া হোসাইনের উপস্থাপনায় তারকাদের এ আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটিতে অপু বিশ্বাস, পরীমনি ও নায়ক ফেরদৌস উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment