মুক্তবার্তা ডেস্ক:পরিবেশ বাঁচাতে সরকার হঠানোর বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা` শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে আমরা একটা বৈরি পরিবেশে বাস করছি। আমাদের বাঁচার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। এ অবস্থায় একমাত্র বিকল্প হচ্ছে হঠাও।
তিনি আরো বলেন, যে সরকার আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়, জানমালের ক্ষতি করে এমনকি পরিবেশবিরোধী সিদ্ধান্ত নেয়। সেই সরকারকে হঠানো ছাড়া কোন পথ নেই।