মুক্তবার্তা ডেস্ক:উপকূলীয় অঞ্চলের পরিবেশ অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পে ব্যয় বাড়ল। দেশের ২ বিভাগের ১০ উপকূলীয় পৌরসভা জলবায়ু অভিঘাট মোকাবেলা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এজন্য ব্যয় হবে ১ হাজার ৫৭ কোটি টাকা। এর মধ্যে দাতা সংস্থার কাছ থেকে ৮৪২ কোটি টাকা পাওয়া যাবে। অনুমোদনের সময় প্রকল্পের মূল ব্যয় ছিল ৮৭৪ কোটি টাকা।
এর বাইরে তিন হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩৪ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৪২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।
উপকূলীয় শহরে পরিবেশগত অবকাঠামো (সংশোধিত) শীর্ষক প্রকল্পের মাধ্যমে বরিশাল বিভাগের পিরোজপুর, মঠবাড়িয়া, আমতলী, গলাচিপা, কলাপাড়া, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও দৌলতখান এবং খুলনা বিভাগের বাগেরহাট পৌরসভার অবকাঠামো উন্নয়ন করা হবে।
প্রকল্পের আওতায় রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাপনা, পয়নিষ্কাশন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, এই প্রকল্পে দাতা সংস্থা এডিবিসহ কয়েকটি সংস্থা সহযোগিতা করবে। পরিবেশ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরি হবে।