মুক্তবার্তা ডেস্ক:যে পরিবারের কর আয়যোগ্য সবাই কর প্রদান করবেন সেই পরিবারকে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, ‘কর প্রদানে উৎসাহ দিতে যে পরিবারের সকলে আয়কর দেবেন, সেই পরিবারকে পুরুস্কার প্রদানের পরিকল্পনা করছি। কিভাবে এই পরিবারকে সম্মাননা জানানো যায়, এ নিয়ে কাজ করতে কর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
মংলা বন্দর পরিদর্শনসহ গত সপ্তাহে দক্ষিণাঞ্চলে দু’দিনের রাজস্ব যাত্রায় গিয়ে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর দেওয়া বাহাদুরির ব্যাপার। এখন বাংলাদেশের মানুষ কর প্রদান করে গর্ব অনুভব করে। কর প্রদানকারী বাহাদুর ব্যক্তিদের এনবিআরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। যে পরিবারের কর আয়যোগ্য সবাই কর দেবেন, সেই পরিবারকে তিনি ‘কর বাহাদুর পরিবার’ বলে আখ্যা দেন।
দক্ষিণাঞ্চলের এই রাজস্ব যাত্রায় অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ৩০ সদস্যের একটি প্রতিনিধিদলসহ এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের নিয়ে মোংলা বন্দর ও জেটি পরিদর্শনসহ বাগেরহাট ও গোপালগঞ্জে দু’টি প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান।
এসব প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে নজিবুর রহমান বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট হবে অধিকতর শিল্প ও বিনিয়োগবান্ধব। এজন্য এই প্রথমবারের মত ঢাকার বাইরে এসে সাধারণ মানুষের কর-প্রস্তাবনা সম্পর্কে জানতে তৃণমূল পর্যায়ে প্রাক-বাজেট আলোচনার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের জ্বালানী হলো-রাজস্ব। তাই স্বনির্ভর জাতি হিসেবে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা যে শামিল হতে যাচ্ছি, এর জন্য দরকার আরো বেশি রাজস্ব। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রয়োজনীয় রাজস্ব আহরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।