পরিবারের সঙ্গে শচীনের জন্মদিন পালন

মুক্তবার্তা ডেস্ক:আজ শচীন টেন্ডুলকারের ৪৪তম জন্মদিন।

১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

তার পিতা রমেশ টেন্ডুলকার একজন মারাঠি ঔপন্যাসিক ছিলেন। মাতা রজনী টেন্ডুলকর বীমা কোম্পানিতে কাজ করতেন।

বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেববর্মণের নামানুসারে তার নাম শচীন রাখা হয়।

মুম্বাইয়ে পরিবারের সঙ্গেই জন্মদিনের কেক কেটেছেন শচীন। মেয়ে, ছেলে আর স্ত্রীকে নিয়ে একসঙ্গে লাঞ্চেও যান তিনি। লাঞ্চ শেষে সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছেন।

এদিকে শচীনের জন্মদিনে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে তার সতীর্থরা পর্যন্ত শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অনিল কুম্বলে লিখেছেন, ‘বিশ্বের অন্যসব খেলোয়াড়দের আইডল শচীন।’ মোহাম্মদ সামি লিখেছেন, ‘শুভ জন্মদিন’। সুরেশ রায়না বলেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। সামনে দিনগুলো আরও ঝলমলে কাটুক।’

শচীনের জন্মদিন বেশ জাঁকজমকভাবে উদযাপন করবে তার আইপিএল টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আজ আইপিএলের ২৮তম ম্যাচে পুনের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। ম্যাচ শেষে শচীনের জন্মদিন উদযাপন করবে দলটি।

Related posts

Leave a Comment