পরিবহন ধর্মঘট চলছে কুষ্টিয়ায়

মুক্তবার্তা ডেস্ক:  শ্রমিক হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে কুষ্টিয়ায়। স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার সকল রুটে এ ধর্মঘট শুরু হয়েছে।

বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। সোমবার রাতে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

স্থানীয় রুট ছাড়াও দূর পাল্লার কোনো রুটেও বাস ছেড়ে যায়নি। বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী জানান, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিবহন শ্রমিকদের হয়রানি করছে। তাদের আটক করে জেলে পাঠাচ্ছে। এসব কারণে মালিক ও শ্রমিকদের যৌথ সিদ্ধান্তে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

Related posts

Leave a Comment