মুক্তবার্তা ডেস্ক:পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রকল্প নিয়ে মতবিনিময় করেন। এ সময় তারা দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। মহান স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ঐতিহাসিকভাবেই দুই দেশের মানুষের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অভিন্নতা।
বাংলাদেশের চলমান বিভিন্ন প্রকল্পসহ দেশের সার্বিক অর্থনীতির অগ্রগতির সূচক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ভিশন এবং তার গতিশীল নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। বাংলাদেশের রেল যোগাযোগ , বিদ্যুৎ, পরিবহন এবং বিভিন্ন অবকাঠামো খাতে ভারতীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।