মুক্তবার্তা ডেস্ক: পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুন্সীগঞ্জের শিমুলিয়ায় স্বপ্নের পদ্মা সেতুর কাজের অগ্রগতি ও নদী খনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজ প্রায় ৪৬% সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর কাজের পাইলিং কাজ প্রায় শেষ হয়ে গেছে। স্প্যান তৈরি হবে ওয়ার্কশপে। সেখান থেকে এনে পাইলিংয়ের ওপর স্প্যান স্থাপন করা হবে। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে চলছে। তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রী বলেন, বিএনপিও আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপির দাবিকৃত সহায়ক সরকার বলতে কিছুই নেই, তাদের দাবিও গ্রহণযোগ্য নয়। গত নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেভাবেই অনুষ্ঠিত হবে।
এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম, মাদারীপুরের পুলিশ সুপার মো. ছরোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।