মুক্তবার্তা ডেস্ক: পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে বিএনপির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটি পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডনে বিএনপি মহাসচিব যে দাবি করেছেন সেটা আষাড়ে গল্প। এটাই তাদের আসল চরিত্র। দুদকে গিয়ে প্রমাণ করুন আপনাদের নেত্রী (খালেদা জিয়া) দুর্নীতিবাজ নয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ ।