মুক্তবার্তা ডেস্ক:পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে উঠা ১১টি অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে কানাডীয় হাই কমিশনার বিনোইট প্রিফন্টেইনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক মাসের ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়াসহ তিন দেশ সফরে যান সুরেন্দ্র কুমার সিনহা। পরদিন সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক বিবৃতিতে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, বিদেশে অর্থপাচার, নৈতিক স্খলনসহ ১১টি ‘গুরুতর’ অভিযোগ উঠার কথা জানান হয়। আপিল বিভাগের পাঁচ বিচারপতি বঙ্গভবনে সাক্ষাতে রাষ্ট্রপতি তাদেরকে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত জানান এবং ওই পাঁচ বিচারপতি সিনহার সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেন।
ওই আলোচনায় অভিযোগের বিষয়ে সিনহা কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে না পারার পর পাঁচ বিচারপতি তার সঙ্গে বসে বিচারকাজ না করার কথা জানান বলেও জানানো হয় সুপ্রিম কোর্টের বিবৃতিতে।
১০ নভেম্বর সিনহার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি না এসে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে কানাডায় চলে যান।
সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানান, দুদক এ বিষয়ে তদন্ত করতে পারে। তবে দুর্নীতিবিরোধী সংস্থাটি এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।