মুক্তবার্তা ডেস্ক:নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সোয়া ১২টার দিকে তাকে গাড়িতে করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ।
আটক বিএনপি কর্মীর নাম মঈন। তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ভাগিনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ঢাকা মহানগর কমিটি ঘোষণার পর আজ সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ে। এ সময় টহলরত পুলিশ মঈনকে গাড়িতে তুলে নিয়ে যায়।