মুক্তবার্তা ডেস্ক:নড়াইলে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ীসহ ২৮ জনকে আটক করা হয়েছে। এসময় ১৫১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযানে নড়াইল সদর থানা পুলিশ ৪ মাদক ব্যবসায়ী ও ২ সাজাপ্রাপ্ত আসামিকে আটক করে।
এছাড়া লোহাগড়া থানায় ৩ মাদক ব্যবসায়ীসহ ১১ জন, কালিয়া থানা পুলিশ ১ মাদক ব্যবসায়ীসহ ৪ জন এবং নড়াগাতি থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে ৭ জনকে আটক করেছে।