মুক্তবার্তা ডেস্ক: বিজেপির একাধিক নেতা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তিকর বক্তব্য দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে পথে হাঁটেননি। তিনি নোবেল সংক্রান্ত ঘোষণার আসার পর বাঙালি এ অর্থনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছিলেন টুইটারে। এবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকও করেছেন অভিজিৎ। সে বৈঠকের বিষয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান প্রধানমন্ত্রী মোদি কৌতুকের মাধ্যমে বৈঠক শুরু করেন। মিডিয়া কীভাবে আমাকে ‘মোদি বিরোধী’ বলে ফাঁদে ফেলার চেষ্টা করছে সেটা নিয়ে কৌতুক করেন তিনি… তিনি টেলিভিশন দেখছেন, আপনাদের ওপরও তার নজর আছে। তিনি জানেন আপনার কী করতে যাচ্ছেন।
নোবেলজয়ী অভিজিৎকে সাবধান করলেন মোদি
