নেইমারের মাইলফলকের ম্যাচে বার্সার বড় জয়

মুক্তবার্তা ডেস্ক:লিওনেল মেসি নেই, তাতে কি, নেইমার সুয়ারেজ তো আছেন। ররিবার গ্রানাডার মাঠে মেসির অনুপস্থিতি টেরই পেতে দিলেন না নেইমার ও সুয়ারেজ। ৪-১ গোলে তারা উড়িয়ে দিয়েছে গ্রানাডাকে। বিরাট এ জয় নিয়ে শিরোপা দৌঁড়ে টিকে থাকলো কাতলানরা।এ ম্যাচে বার্সার জার্সিতে শততম গোল করার কৃতিত্ব দেখান নেইমার।

এই জয়ের পর ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬, দ্বিতীয় স্থানে তারা।দিনের অন্য ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিনেদিন জিদানের দল। ২৯টি করে ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়ার পয়েন্ট সমান ৫৮।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বার্সালোনা। তবে গোলের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। ৪৪ মিনিটে জর্দি আলবার বাড়ানো বলে হেডে গোল করে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেজ।৫০ মিনিটে সমতায় ফিরে গ্রানাডা।গোলদাতা ফরাসি মিডফিল্ডার বোগা।

এরপর থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন নেইমার-সুয়ারেজরা। ম্যাচের ৬৪ মিনিটে দলকে লিড এনে দেন বদলি খেলোয়াড় আলকাসের।৬৪ মিনিটে  ব্যবধান বাড়ান তিনি।

ম্যাচের ৮২ মিনিটে আগবো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় গ্রানাডা। ৮৩  মিনিটে ডিফেন্ডার সাউনিয়েরের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয়ে যায় ৩-১। আর অতিরিক্ত সময়ে গোল করে দলকে বড় জয় এনে দেন নেইমার। বার্সালোনার হয়ে এটা নেইমারের শততম গোল।

Related posts

Leave a Comment