নেইমারের জন্য সতীর্থদের এত আকুতি

মুক্তবার্তা ডেস্ক: সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নেইমারের পিছু নিয়েছে। পকেটের সব টাকা খরচ করে হলেও ব্রাজিলিয়ান সেনসেশনকে দলে চাচ্ছে ফরাসি ক্লাবটি।

অপরদিকে বার্সার ড্রেসিং রুমে এনিয়ে তোলপাড়। ইউরোপিয়ান ফুটবলের দল বদলের বাজারে নিয়মিত নাম এখন নেইমার। গণমাধ্যমের পাতাজুড়ে শুধুই নেইমার। তবে কি সত্যিই বার্সা ছাড়বেন নেইমার? সঠিক উত্তরটা আজও মিলল না।

এদিকে নেইমারকে দলে রাখতে সতীর্থদের কাকুতি-মিনতি উপচে পড়ছে। সার্জি রবার্তো বলেন, ‘বর্তমানে নেইমারের জায়গা বদল হয়েছে। ও আসলে অনেক গুনের অধিকারী। আজ সে মিডফিল্ডে খেলেছে। ভালোও করেছে। সামনের দিনগুলোতে তাকে নিয়ে ভাবা হবে।’

‘নেইমার বেশ ভালো একজন ফুটবলার। গত বছরটা তার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমরা তার অবস্থা বুঝেছি।’ মন্তব্য সার্হি সাম্পারের।

বার্সার গোল মেশিন খ্যাত লিওনেল মেসি বলেন, ‘আমি তাকে চিনি। সে প্রতিনিয়ত বিস্ময়ের জন্ম দিতে পারে। আমি তাকে সাহায্য করার চেষ্টা করব, যাতে আমরা বেশি বেশি শিরোপা জিততে পারি।’

হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আশা করি, নেইমার আরও অনেক বছর বার্সেলোনায় থাকবে।’ আর সার্জিও বুসকেটস নেইমারকে নিয়ে বলেন, ‘নেইমার বার্সায় যেভাবে আছে অন্য কোথাও এর চেয়ে ভালো দল খুঁজে পাবে না। মানে বার্সার বিকল্প পাবে না ও। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’

Related posts

Leave a Comment