মুক্তবার্তা ডেস্ক: চোটের কারণে মঁপেলিয়েরের বিপক্ষে দর্শক ছিলেন নেইমার।
আজ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে।
বাংলাদেশ সময় রাত ১২.৪৫টায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। ম্যাচটি সরাসরি দেখাবে টেন টু।
লিগ ওয়ানে মঁপেলিয়েরের বিপক্ষে হোঁচট খায় নেইমারবিহীন পিএসজি। তাদের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে বাড়ি ফেরে এমেরির দল। টানা ছয় ম্যাচে জেতার পর সপ্তম ম্যাচে এসে পয়েন্ট হারায় পিএসজি।
আজকের লড়াইয়ে নেইমারের পাশাপাশি পিএসজির স্কোয়াডে ফিরতে যাচ্ছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন ডি মারিয়া। আগস্টের পর প্রথমবারের মতো দলে ফিরতে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সেল্টিককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুভসূচনা করে নেইমারের দল।