নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা সফল: সিইসি

মুক্তবার্তা ডেস্ক:দুই একটি ঘটনা ছাড়া কুমিল্লা সিটি ও সুনামগঞ্জের উপনির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম ‍নুরুল হুদা। তিনি বলেন, যে দুই একটি জায়গায় গোলযোগের চেষ্টা হয়েছে, তার প্রতিটিতেই পরিস্থিতি কঠোর হাতে দমন করেছেন তারা।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে কুমিল্লা সিটি করপোরেশন এবং সুনামগঞ্জ-২ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট হয়। আর ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ব্রিফিং করেন সিইসি। তিনি বলেন, ‘বর্তমান ইসির অধীনে এখন পর্যন্ত সবগুলো সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। কুমিল্লাও এর ব্যতিক্রম নয়।’

বর্তমান নির্বাচন কমিশন গত ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করার পর ১১টি উপজেলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে ভোট হয়। এগুলো নিয়ে তেমন আলোচনা না থাকলেও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকে সামনে রেখে গত তিন সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

Related posts

Leave a Comment