মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র পাড়ায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। এ দিকে নির্বাচন বন্ধের চেষ্টা করছেন শাকিব খান-এমন অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘নির্বাচন বন্ধের এখতিয়ার বর্তমান শিল্পী সমিতির সভাপতি শাকিবের নেই। শাকিব খান নির্বাচন বন্ধ করতে পারবেন না।’
নির্বাচনে পেশি শক্তির ব্যবহারসহ স্থগিতের আশঙ্কার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় খোরশেদ আলম খসরু বলেন, ‘তিনটি কারণে নির্বাচন বন্ধ হতে পারে। এগুলো হলো-দুপক্ষের সংঘর্ষের কারণে কারো মৃত্যু হলে, দুর্যোগপ্রবণ আবহাওয়া এবং সরকার থেকে নির্দেশনা। এছাড়া কোনো কারণে নির্বাচন বন্ধ হবে না।’
এ সময় নির্বাচন কমিশনের আরো অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ১৬ এপ্রিল ছিল মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা’র তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতি দুই বছর পরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান। ওই বছর ৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নিয়েছিলেন এই কমিটি।